Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 30, 2018

ছোট্ট এই দোয়াটি শয়তান থেকে আপনাকে নিরাপদে রাখবে!!

প্রতিদিনের দৈনন্দিন জীবনে শয়তানের প্রলোভনে পড়ে আমরা প্রতিনিয়ত অনেক পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলি। তাই শয়তানের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে আমাদের প্রত্যেককে নিচের এই দোয়াটি পড়া উচিত। দোয়াটি আপনাকে পাপ থেকে মুক্তির পাশাপাশি নিশ্চিত ভাবেই দুনিয়া এবং আখিরাতে প্রশান্তিতে রাখে। চলুন দোয়াগুলো জেনে নিই।

শয়তান থেকে নিরাপদে থাকার দোয়া
শয়তান থেকে নিরাপদে থাকার জন্য প্রত্যেহ ফজরের পর নিম্নের দোয়াটি পাঠ করলে শয়তান তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। দোয়াটি হলো-



দোয়া : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক। তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যুদান করেন আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। (তিরমিজি)।

হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে দশ বার উপরোক্ত দোয়াটি পাঠ করে- তার আমলনামায় দশটি নেকি লেখা হয়, দশটি গুনাহ বিলুপ্ত করা হয় এবং দশগুণ মর্যাদা বৃদ্ধি করা হয়। সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকে, তাকে শয়তানের ধোঁকা থেকে নিরাপদে রাখতে পাহারার (ফেরেশতাদের দিয়ে) ব্যবস্থা করা হয়। তবে ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারে না। -তিরমিজি

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages