দেশে এখন মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ লাখের মত৷ সেইসাথে নানা
ধরনের কোম্পানির সংখ্যা বৃদ্ধি ও তাদের নিত্যনতুন চমক লাগানো প্রস্তাবনার
কারণে দিন দিন ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ দেশে বর্তমানে
নানা কোম্পানির মোবাইল সেট দেখতে পাওয়া যায়৷ যেমন- নকিয়া, সিমেন্স,
মটোরোলা, এলকাটেল, স্যামসাং, সনি এরিকসন ইত্যাদি৷
পাশাপাশি যান্ত্রিক নানা সমস্যার সমাধানের জন্য চালু হচ্ছে অসংখ্য মোবাইল সার্ভিসিং সেন্টার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান৷ এতে করে দক্ষ মোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ তাই এই পেশায় লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ চলুন এখন জেনে নেই একটি মোবাইল ফোন মেরামত করতে হলে আমাদের কি কি জেনে রাখা দরকার:
পাশাপাশি যান্ত্রিক নানা সমস্যার সমাধানের জন্য চালু হচ্ছে অসংখ্য মোবাইল সার্ভিসিং সেন্টার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান৷ এতে করে দক্ষ মোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ তাই এই পেশায় লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ চলুন এখন জেনে নেই একটি মোবাইল ফোন মেরামত করতে হলে আমাদের কি কি জেনে রাখা দরকার:
- কম্পিউটারাইজড পদ্ধতিতে সেট খুলে হাতে-কলমে সেটের বিভিন্ন যন্ত্রাংশের সেটিং খোলা ও লাগানো৷
- বাজারে এখন প্রায় প্রতিদিনই নানা ধরনের বাহারি ডিজাইনের সেট আসছে৷ এসব সেটের প্রায় প্রতিটিরই অপারেটর পদ্ধতি ভিন্ন ধরনের৷ তাই আমাদের এসব নতুন সেটের যন্ত্রাংশ সম্পর্কেও ধারণা থাকা দরকার৷
- পাশাপাশি একটি সেটের আকার ও ধরন সম্পর্কেও জানা থাকা ভালো৷ তাই যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা প্রশিক্ষণ নেয়ার সময়ই দরকারি যন্ত্রপাতির নাম ও প্রাপ্তিস্থানের একটি তালিকা তৈরি করে নেবেন৷
- প্রশিক্ষণ শেষে সুযোগ মত একটি স্থান নির্বাচন করে এমনকি এক রুমেরই একটি ঘর ভাড়া নিন৷ সেখানে মেশিনগুলো বসিয়ে সুন্দর পরিপাটি একটি অফিস খুলে শুরু করে দিন মোবাইল সেট মেরামত ব্যবসা৷




No comments:
Post a Comment