- ৪. অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন চুপচাপ বসে না থেকে নিজেকে অন্য কাজে ব্যাস্ত রাখুন। নিজের ভালোলাগে যেসব কাজ করতে, নিজেকে খুঁজে পান যেসব কাজে, সেগুলো করুন। ছবি আঁকা, কবিতা পড়া বা অন্য যা কিছু। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা ধ্যানও করতে পারেন। মন চাইলে কোথাও অল্পদিনের জন্যে ঘুরেও আসতে পারেন -
৫. চিকিৎসকের সাথে কথা বলুন সর্বোপরি চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তাদের কাছে মত নিন। অভিজ্ঞ পরামর্শ আপনাকে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কিভাবে নিজের শূন্যস্থান পূরণ করতে পারেন তা নিয়েও সুচিন্তিত মতামত জ্ঞাপন করতে পারেন।
এখানে সকল প্রকার মোবাইলে ফ্ল্যাশ করা হয়,
বাটন মোবাইলে লক খুলা হয়,
এবং যে কোন মোবাইলে সার্ভিসিং করা হয়,
আমাদের প্রতিটি ফ্ল্যাশ ফাইল আগে টেষ্ট করি
পরে উপলোড দেই,
যদি কোন ফাইলে সমস্যা হয় আমাদের সাথে
যোগাযোগ করবেন প্রেয়োজনে মোবাইলে
নাম্বার 01730161516
আমাদের প্রতিষ্টান সকাল ৮ থেকে রাত ১১ টা প্রযন্ত খুলা থাকে
No comments:
Post a Comment